আয়তনে বৃহত্তম নর্ডিক রাষ্ট্র হলো সুইডেন। এর মোট আয়তন হলো প্রায় ৪৫০,২৯৫ বর্গকিলোমিটার (১,৭৩,৮৬০ বর্গমাইল)। সুইডেন শুধু নর্ডিক দেশগুলোর মধ্যেই বৃহত্তম নয়, এটি ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম দেশও। সুইডেনের উত্তরে নরওয়ে ও ফিনল্যান্ড, পূর্বে ফিনল্যান্ড ও বাল্টিক সাগর, দক্ষিণে জার্মানি, ডেনমার্ক ও পোল্যান্ড এবং পশ্চিমে নরওয়ে ও ডেনমার্ক অবস্থিত। দেশটির ভূখণ্ডে রয়েছে বিশাল বনভূমি, অসংখ্য হ্রদ, নদী এবং দীর্ঘ উপকূলরেখা। সুইডেন তার প্রাকৃতিক সৌন্দর্য, উন্নত জীবনযাত্রা এবং আধুনিক প্রযুক্তির জন্য বিশ্বজুড়ে পরিচিত।