এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি?

বাব এল মান্দেব প্রণালী

এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে লোহিত সাগর এবং সুয়েজ খাল পৃথক করেছে।

  • লোহিত সাগর: লোহিত সাগর হলো ভারত মহাসাগরের একটি অংশ, যা আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। দক্ষিণে বাব এল মান্দেব প্রণালী ও এডেন উপসাগরের মাধ্যমে এটি ভারত মহাসাগরের সাথে যুক্ত।
  • সুয়েজ খাল: এটি লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্তকারী একটি কৃত্রিম খাল। এই খালটি এশিয়া ও আফ্রিকার মাঝে একটি জলপথ তৈরি করেছে।

এই দুটি জলভাগ এশিয়া ও আফ্রিকাকে ভৌগোলিকভাবে আলাদা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *