রাজা রামমোহন রায়: একজন সমাজ সংস্কারক ও আধুনিক ভারতের পথিকৃৎ
- জন্ম ও শিক্ষা:রাজা রামমোহন রায় ১৭৭২ সালে হুগলী জেলার এক তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সংস্কৃত, আরবি, ফারসি, ইংরেজি, গ্রিক, হিব্রু ও সিরীয় ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন।
- সমাজ ও ধর্ম সংস্কার:তিনি সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ ও বিধবা বিবাহ প্রচলনের স্বপক্ষে জোর প্রচারণা চালান। ১৮২৮ সালে তিনি ‘ব্রাহ্মসভা’ প্রতিষ্ঠা করেন, যা পরে ব্রাহ্মসমাজ নামে পরিচিতি লাভ করে। তিনি একেশ্বরবাদের ওপর ভিত্তি করে ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেন।
- রাজনৈতিক ও শিক্ষামূলক অবদান:১৮২৩ সালে সংবাদপত্র বিধি (Press Ordinance) এর বিরুদ্ধে তিনি তীব্র আন্দোলন করেন এবং সুপ্রীম কোর্টে প্রতিবাদ লিপি দাখিল করেন। ১৮৩০ সালে তিনি মোঘল বাদশা দ্বিতীয় আকবরের দূত হিসেবে বিলেতে যান এবং ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয়দের দূরবস্থার কথা তুলে ধরেন। তিনি পাশ্চাত্য শিক্ষার প্রসারে বিশ্বাসী ছিলেন এবং কলকাতায় অ্যাংলো হিন্দু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
- মৃত্যু:১৮৩৩ সালের ২৭ সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে রাজা রামমোহন রায় মৃত্যুবরণ করেন।