চান্দিনাতে হবে ‘কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গ্রাম’
দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গ্রাম (AI-powered Village) হবে কৈলাইন (চান্দিনা, কুমিল্লা)। কুমিল্লার চান্দিনা উপজেলার প্রত্যন্ত গ্রাম কৈলাইন। উপজেলার জোয়াগ ইউনিয়নের এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন নালন্দা মহাবিহার বিশ্ববিদ্যালয়ের আচার্য পণ্ডিত শীলভদ্র। সেই গ্রামেই গড়ে উঠতে যাচ্ছে দেশের প্রথম ‘কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন গ্রাম’ (এআই পাওয়ার্ড ভিলেজ)। পাটোয়ারি ফাউন্ডেশন নামের একটি দাতব্য সংস্থা এই উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক সহযোগিতায় যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ডি-রেডি এবং বাংলাদেশের এআইআইটি সংস্থার প্রযুক্তিগত সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে।